'স্বৈরাতান্ত্রিক আচরণ করছে', ত্রিপুরা সরকারকে নিশানা তৃণমূলের

author-image
Harmeet
New Update
'স্বৈরাতান্ত্রিক আচরণ করছে', ত্রিপুরা সরকারকে নিশানা তৃণমূলের

নিজস্ব সংবাদদাতাঃ ত্রিপুরার হোটেলে নজরবন্দি হয়ে রয়েছে পিকের আইপ্যাকের দল। এদিন তাঁদের সঙ্গে দেখা করতে ত্রিপুরায় যান তৃণমূলের ব্রাত্য বসু, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মলয় ঘটক। ব্রাত্য বসু বলেন, সংস্থার কর্ণধার পিকে বলেই কী এই হেনস্থা? অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এখানে আসতে পারেন। ত্রিপুরার বিজেপি সরকার কেন এত ভয় পাচ্ছে? কেন পিকের দলের সদস্যদের সমন করা হল? টিম পিকের সদস্যদের এখানে জোর করে আটকে রাখা হয়েছে। কোভিড রিপোর্ট নেগেটিভ আসার পরেও হোটেলে আটকে রাখা হয়। এই ধরণের সংস্থা বিভিন্ন রাজ্যেই সমীক্ষার কাজ করে থাকে। স্বৈরাতান্ত্রিক আচরণ করছে ত্রিপুরা সরকার।