শুরু হলো "প্রতি ঘরে সুশাসন'' অভিযান

author-image
Harmeet
New Update
শুরু হলো "প্রতি ঘরে সুশাসন'' অভিযান

নিজস্ব প্রতিনিধি-আজ নরেন্দ্র মোদীর জন্মদিনকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যের জনগণের আর্থসামাজিক বিকাশে জেলা থেকে গ্রামপঞ্চায়েত স্তরে কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুরু হলো "প্রতি ঘরে সুশাসন'' অভিযান। "এই কর্মসূচি রূপায়ণে যে সমস্ত জেলা ও দপ্তর মানুষের কাছে সরকারি প্রকল্পের সুযোগ পৌঁছে দিতে সাফল্যের নজীর স্থাপন করবে সরকার তাঁদের পুরস্কৃত করবে"বলে জানায় রাজ্য সরকার।







সেই সঙ্গে,

"এর মাধ্যমে কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন সুবিধার মধ্যে কৃষকদের জন্য বিশেষ বাজার নির্মাণ, কৃষক ও মৎস্যচাষিদের জন্য হিমঘর তৈরী, উন্নত সেচ ব্যবস্থার জন্য ক্যানেল তৈরী, চেকড্যাম নির্মাণের মত পরিকাঠামো গড়ে তোলা হবে।"বলে জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।