নিজস্ব সংবাদদাতাঃ শহরের বুকে ফের আন্তর্জাতিক ভুয়ো কল সেন্টারের হদিশ। সল্টলেকের সেক্টর ফাইভের এক অফিসে হানা দিয়ে চক্রের মাথা-সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করল সিআইডি। উদ্ধার হল প্রচুর পেন ড্রাইভ, কললিস্ট এবং একাধিক মোবাইল। অভিযোগ, কলসেন্টার থেকে ভিনদেশের নাগরিকদের আর্থিকভাবে প্রতারণা চক্র চালানো হত। নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে বিধাননগর থানার অন্তর্গত সল্টলেকের সেক্টর ফাইভ একটি অফিসে অভিযান চালায় সিআইডি। দেখা যায়, অফিসের আড়ালে ভুয়ো কল সেন্টার চালানো হচ্ছে। কলসেন্টার থেকে ৫ জনকে গ্রেপ্তার করে সিআইডি। ধৃতদের মধ্যে রয়েছে চক্রের কিংপিন শাহরুখ মহম্মদ, মহেশতলার বাসিন্দা। এছাড়াও মহম্মদ রমেশ, বিবেক সিং, পবিত্র সামাই এবং আনন্দ শ-কে হেফাজতে নিয়েছে সিআইডি। কলসেন্টার থেকে প্রচুর এইডিডি ড্রাইভ, বিদেশে প্রতারিতদের নামের তালিকা এবং প্রচুর সংখ্যক আইফোন উদ্ধার করা হয়েছে।