নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয়ের সামনে এসে পড়ল টিআরএস নেতার গাড়ি। এই ঘটনায় প্রশ্ন উঠছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিরপত্তা রক্ষদের ভূমিকা নিয়ে।'হায়দ্রাবাদ মুক্তি দিবস' উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে আমন্ত্রিত অমিত শাহ। আর তার যাত্রা পথেই কিনা এমন কাণ্ড। টিআরএস নেতা গোসুলা শ্রীনিবাস তার গাড়িটি এমনভাবে পার্ক করেছিলেন যে পথ অবরুদ্ধ হয়ে পড়ে অমিত শাহের। যদিও তিনি গাড়িটি সরিয়ে নিয়েছিলেন। শ্রীনিবাসের দাবি, তিনি উত্তেজনার মধ্যে গাড়িটি পার্ক করেছিলেন। গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ভাঙচুর করা গাড়ির ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।