নিজস্ব সংবাদদাতা : কানহাইয়া হত্যা মামলার তদন্তের সার্থে শুক্রবার রাতে রাজস্থানের উদয়পুরে ঘটনাস্থলে পৌঁছিয়েছে টিম এনআইএ। ঘটনাস্থল ও ঘটনাস্থল থেকে পালানোর পথের দিকটা খতিয়ে দেখেছে তারা। প্রধান অভিযুক্ত রিয়াজ আটারি ও মহম্মদ ঘৌস এনআইএ-র আধিকারিকদের সঙ্গে ছিল।জানা যায়, টিম এনআইএ দুই অভিযু্ক্তকে সঙ্গে নিয়ে শুক্রবার রাত সাড় ১০ টার সময় উদয়পুরে পৌঁছায়। ঘটনাস্থ পরিদর্শনের সময় আটারি এবং ঘৌসকে কড়া নিরাপত্তার মধ্যে ভূপালপুরা থানায় রাখা হয়েছিল। তবে অভিযুক্তের উপস্থিতি সম্পর্কে স্থানীয়রা জানতে পেরে স্টেশনে হট্টগোল শুরু করে। এরপর এনআইএ-র ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ স্টেশনে পৌঁছান। তদন্তকালে পালানোর পথ দেখা যায় এবং আসামিদের বক্তব্যের ভিত্তিতে যাচাই-বাছাই করা হয়। তবে অভিযুক্ত দুজনকেই কানহাইয়া লালের দোকানে নিয়ে যাওয়া হয়নি।
প্রসঙ্গত, চলতি বছরের ২৮ জুন আটারি ও ঘৌস মিলে ধারালো অস্ত্র দিয়ে কানহাইয়া লালের গলা কেটে তাকে হত্যা করে। ঘটনার কয়েক ঘণ্টা পর অভিযুক্ত দুজনকেই গ্রেফতার করে উদয়পুর পুলিশ। এই হত্যাকাণ্ড মামলায় এখনও পর্যন্ত মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।