'অভিষেকের নির্দেশেই নবান্ন অভিযানে বিজেপির ওপর অত্যাচার'

author-image
Harmeet
New Update
'অভিষেকের নির্দেশেই নবান্ন অভিযানে বিজেপির ওপর অত্যাচার'

নিজস্ব সংবাদদাতাঃ নবান্ন অভিযানের পর রাজ্যে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল। এবার রাজ্যে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুলি মন্তব্যকে হাতিয়ার করল বিজেপির প্রতিনিধি দল। কমিটিতে রয়েছেন রাজ্যসভার সাংসদ ব্রজলাল (উত্তর প্রদেশ), লোকসভার সাংসদ কর্নেল রাজ্যবর্ধন সিং রাঠৌর, লোকসভার সাংসদ অপরাজিতা সারেঙ্গি, রাজ্যসভার সাংসদ সমীর ওরাও, পঞ্জাবের সুনীল জাখার। 







কেন্দ্রীয় নেতা ব্রিজলাল জানিয়েছেন, 'মুখ্যমন্ত্রীর ভাইপো বলছেন, মাথায় গুলি করতেন। মুখ্যমন্ত্রীর ভাইপোর কথায় ক্ষমতার দম্ভ প্রকাশ পাচ্ছে। উপরতলার নির্দেশেই বিজেপির উপর অত্যাচার পুলিশের। বিজেপি কর্মীদের নির্যাতনে তিনিই পুলিশকে নির্দেশ দিয়েছেন। বাংলায় জঙ্গলরাজ চলছে। ২০২৪ সালের ভোটে শিক্ষা দেব।'