নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭২তম জন্মদিন উপলক্ষে বালি শিল্পী সুদর্শন পট্টনায়েক পুরীর সমুদ্র সৈকতে মাটির চায়ের কাপ দিয়ে ভাস্কর্য তৈরি করেছেন। ভাস্কর্য তৈরিতে ব্যবহার করা হয়েছে ১ হাজার ২১৩টি মাটির চায়ের কাপ। এছাড়াও তাতে লেখা রয়েছে 'শুভ জন্মদিন মোদী জি'। ৫ ফুট উচ্চতার এই বালির ভাস্কর্য তৈরি করতে সুদর্শন প্রায় পাঁচ টন বালি ব্যবহার করেছেন। তিনি বলেন, "লক্ষ লক্ষ মানুষের আশীর্বাদে চা বিক্রেতা থেকে ভারতের প্রধান সেবক, প্রধানমন্ত্রীর এই যাত্রাপথ দেখানোর জন্যই আমরা এই মাটির চায়ের কাপ ব্যবহার করেছি।"