রাতে চোখে ঘুম নেই পার্থর, সিবিআই হেফাজতে কেমন কাটল পার্থর প্রথম রাত?

author-image
Harmeet
New Update
রাতে চোখে ঘুম নেই পার্থর, সিবিআই হেফাজতে কেমন কাটল পার্থর প্রথম রাত?

নিজস্ব সংবাদদাতাঃ নিজাম প্যালেসের ১৪ তলায় সিবিআইয়ের গেস্ট রুমে রাখা হয়েছে পার্থ এবং কল্যাণময়কে। পাশাপাশি দুটি ঘরে পার্থ–কল্যাণময়। সূত্রের খবর, রাতে ঘুমতে পারেননি পার্থ। পাশের ঘরে কল্যাণময় থাকলেও সেখানে যাওয়ার উপায় নেই। কারণ কড়া প্রহরা। কল্যাণময়ের ঘুম হয়েছে ঠিকঠাক। তবে তিনি পার্থের কাছে আসতে পারেননি। শনিবার ভোরবেলায় ঘুম আসে পার্থের। তাই ঘুম ভাঙতেও দেরি হয়েছে। জানা গিয়েছে, স্লিপ অ্যাপনিয়ার উপসর্গ রয়েছে তাঁর। তা সত্ত্বেও তাঁকে নিজামে সেই বিশেষ যন্ত্রের ব্যবস্থা করে দিতে পারেনি সিবিআই। প্রতিদিন প্রচুর ওষুধ খান পার্থ। কিন্তু কোনটা কখন দিতে হবে, তা নাকি বুঝেই উঠতে পারেননি সিবিআই আধিকারিকরা। তাই রাতে ঘুমের অসুবিধা হয় পার্থর।