নিজস্ব সংবাদদাতাঃ বৈশ্বিক সন্ত্রাসবাদী হিসাবে লস্কর-ই-তইবা জঙ্গি সাজিদ মীরকে কালো তালিকাভুক্ত করার পথে ফের বাধা দিল চিন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের সমর্থনে মার্কিন যুক্তরাষ্ট্রের আনা প্রস্তাব পাস হওয়া আটকে দিল বেজিং। এর আগে জইস-ই-মহম্মদ ডেপুটি চিফ রউফ আসগর ও লস্কর-ই-তইবার ডেপুটি চিফ আবদুল রহমান মাক্কির ক্ষেত্রেও একই পদক্ষেপ নিয়েছিল বেজিং। সাজিদ মীর ভারতের অন্যতম মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী। ২০০৮ সালে মুম্বই জঙ্গি হামলায় জড়িত ছিল সে। মুম্বই হামলায় তার ভূমিকার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র মীরের মাথার দাম ৫ মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করেছে। এই বছরের জুনে জঙ্গি কার্যকলাপে অর্থ জোগানের জন্য সাজিদ মীরকে ১৫ বছরেরও বেশি কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি সন্ত্রাসবিরোধী আদালত। অতীতে পাকিস্তান দাবি করেছিল যে মীর মারা গিয়েছে। কিন্তু পশ্চিমা দেশগুলো সেকথা বিশ্বাস করেনি। তারা সাজিদের মৃত্যুর প্রমাণ দাবি করে।