গোয়ালিওর বিমানবন্দরে অবতরণ কার্গো বিমানের, জাতীয় উদ্যানে যাবে নামিবিয়ার চিতা

author-image
Harmeet
New Update
গোয়ালিওর বিমানবন্দরে অবতরণ কার্গো বিমানের, জাতীয় উদ্যানে যাবে নামিবিয়ার চিতা

নিজস্ব সংবাদদাতাঃ সূদূর আফ্রিকা থেকে দেশে আসছে আটটি চিতা। ১৯৫০-র দশকে বিলুপ্ত হয়ে যাওয়া চিতার ভারতে ফের একবার বংশবৃদ্ধি করতেই আনা হচ্ছে বিদেশ থেকে। নামিবিয়া থেকে আটটি চিতাকে নিয়ে আসা বিশেষ কার্গো বিমানটি মধ্য প্রদেশের গোয়ালিয়র বিমানবন্দরে অবতরণ করতে চলেছে। এরপর সেখান থেকে বায়ুসেনার চিনুক হেলিকপ্টারে করে তাদের মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হবে। জন্মদিনের সকালে সেই আটটি চিতাকে মুক্ত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।