টোকিও অলিম্পিকঃ তিরন্দাজির শেষ ষোলোয় পৌঁছল ভারতের প্রবীণ যাদব

author-image
Harmeet
New Update
টোকিও অলিম্পিকঃ তিরন্দাজির শেষ ষোলোয় পৌঁছল ভারতের প্রবীণ যাদব

নিজস্ব সংবাদদাতাঃ টোকিও অলিম্পিকে তিরন্দাজির শেষ ষোলোয় পৌঁছল ভারতের প্রবীণ যাদব। রাউন্ড অফ ৩২-এর লড়াইয়ে রাশিয়ার গালসান বাজারঝাপোভের বিরুদ্ধে ৬-০ ফলে জয়লাভ করলেন ভারতীয় তারকা। এবার প্রবীণ রাউন্ড অফ ষোলোর লড়াইয়েও জয়লাভ করে পদক জয়ের দিকে আরও একধাপ এগোতে পারেন কিনা সেটাই দেখার। রাউন্ড অফ ষোলোর লড়াই শুরু হবে দুপুর ১:২২ থেকে।​