বাংলাদেশের বান্দারাবানে মায়ানমারের গোলা বর্ষণ

author-image
Harmeet
New Update
বাংলাদেশের বান্দারাবানে মায়ানমারের গোলা বর্ষণ

হাবিবুর রহমান, বান্দারবানঃ  বাংলাদেশে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া ৪টি গোলা এসেছে পড়েছে। এতে শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন রোহিঙ্গা শিশুসহ ৭ জন। তুমব্রু রোহিঙ্গা ক্যাম্প কমিটির চেয়ারম্যান দিল মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।




জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে মিয়ানমার থেকে চারটি গোলা এসে পড়ে। এর মধ্যে তিনটি শূন্যরেখায় থাকা রোহিঙ্গা ক্যাম্পে ও আরেকটি বাংলাদেশের সীমানার ভেতরে পড়েছে। এতে এক রোহিঙ্গা শিশুসহ ৭ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে মোহাম্মদ ইকবাল নামে এক রোহিঙ্গা যুবক মারা যান। আহতদের মধ্যে একজন বাংলাদেশিও আছেন। তবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি বলে জানান তুমব্রু রোহিঙ্গা ক্যাম্প কমিটির চেয়ারম্যান।




এর আগে শুক্রবার বেলা ৩টার দিকে তুমব্রু সীমান্তের চাকমারপাড়া এলাকায় স্থল মাইন বিস্ফোরণে অন্য থাইন চাকমা নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পা উড়ে গেছে। আহত অন্য থাইন চাকমা বান্দরবানের ঘুমধুমের তুমব্রু সীমান্তের চাকমারপাড়ার ইয়াং মে চাকমার ছেলে। বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের ৩৫নং সীমানা পিলারের মাঝামাঝি সীমান্তের শূন্য লাইনে এ স্থল মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।