ব্যাংক ও বিভিন্ন অর্থ লগ্নিকারী সংস্থাগুলির সঙ্গে বিশেষ বৈঠক রানীগঞ্জ থানার

author-image
Harmeet
New Update
ব্যাংক ও বিভিন্ন অর্থ লগ্নিকারী সংস্থাগুলির সঙ্গে বিশেষ বৈঠক রানীগঞ্জ থানার




ধানবাদের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার পুলিশ রানীগঞ্জ এলাকার ব্যাংক ও বিভিন্ন অর্থ লগ্নিকারী সংস্থাগুলির সঙ্গে কিভাবে তাদের সম্পত্তি নিরাপদে রাখা যায় ও দুষ্কৃতীমূলক অপরাধ কিভাবে ঠেকানো যায় সে বিষয়গুলি সামনে রেখে এক বৈঠক সারলেন। 

your image

এদিনের এই বৈঠকে বিশেষভাবে উপস্থিত হন এসিপি সেন্ট্রাল ২ শ্রীদীপ বন্দ্যোপাধ্যায়, এসিপি ট্রাফিক প্রদীপ মন্ডল, রানীগঞ্জের ইন্সপেক্টর সুদীপ দাশগুপ্ত, সব কটি ফাঁড়ির আইসি ও প্রায় ৩০ টি অর্থনৈতিক লগ্নিকারী সংস্থার ম্যানেজার।

your image

 এদিন মূলত নিরাপত্তা জনিত বিষয়গুলিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় এই বৈঠকে। বিশেষ করে সাইবার ক্রাইম এর ক্ষেত্রে ব্যাঙ্কে মাস্ক, টুপি বা মুখ ঢেকে থাকা ব্যক্তিদের চিহ্নিতিকরণের ক্ষেত্রে বিশেষ ভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে।

your image

 পাশাপাশি বেশ কিছু নিরাপত্তা বেষ্টনীর বিষয়ে ব্যাঙ্ক আধিকারিকদের সাথে আলোকপাত করেন পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। পুজোর আগে যেকোনো রূপ অপ্রীতিকর ঘটনা এড়াতে এই ধরনের বৈঠক করা হয়েছে বলে জানানো হয়েছে পুলিশ আধিকারিকের তরফে।

your image