সার্বজনীন হয়ে উঠেছে জমিদার বাড়ির পুজো

author-image
Harmeet
New Update
সার্বজনীন হয়ে উঠেছে জমিদার বাড়ির পুজো

দিগ্বিজয় মাহালী, ডেবরা : জমিদারি রীতি রেওয়াজ মেনেই নারকেল তেলের ঝাড়বাতি ও ঢেঁকি ছাটা চালের নাড়ুতেই পূজিতা হন ডেবরা চকনরসিংয়ের দে পরিবারের দেবী মা।যদিও বর্তমানে তা সার্বজনীন রুপ পেয়েছে।
অস্টাদশ শতাব্দীতে বর্গী হানার সময় পশ্চিম মেদিনীপুর জেলার চেঁচুয়াতে থাকা জমিদার বাবুরাম দে এই বর্গীদের প্রকোপ থেকে বাঁচার জন্য ডেবরার চকনরসিংহ গ্রামে এসে উপস্থিত হন। আর সেখানেই নিজেদের কুলদেবতা দেবী দুর্গাকে প্রতিষ্ঠিত করেন। আর সেই সময় থেকে বাবুরাম দের যা রীতি রেওয়াজ ছিল তা মেনেই দেবী মায়ের পুজো হতো। বর্তমানে তাঁর বংশ ধরেরা সেই রীতি রেওয়াজ মেনেই এই পুজো চালিয়ে যাচ্ছেন।এই চকনরসিংহ গ্রামে বর্তমানে ৭০ টি পরিবার রয়েছে।সবাই দে পরিবারে সদস্য হিসেবেই পরিচিত। এলাকার মানুষজনকে নিয়ে তৈরি হয়েছে দে পরিবার সার্বজনীন দুর্গোৎসব কমিটি।



 
তবে এই পুজোর বিশেষ কিছু রীতি রেওয়াজ রয়েছে। সেগুলি হোল, এই পুজোতে কোনো বৈদ্যুতিক আলোর ব্যাবহার হয়না। নারকের তেলের আলোর ঝাড়বাতিতে পুজো হয়। বাইরের কোনো মিস্টান্ন ব্যাবহার করা হয় না।পরিবারের মহিলারাই ঢেঁকি ছাটা চালের লাড্ডু তৈরি করেন। বাড়িতেই তৈরি হয় খই ও মিস্টান্ন।বাবুরাম দের প্রতিষ্ঠিত পুকুরের জলে দেবী মার ঘটোত্তলন হয়। এমনকি এই পরিবারের মহিলারাই নাটকে অংশগ্রহন করেন। পুজোর দিন গুলিতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে।তাই বর্তমানে চরম ব্যাস্ততা এই দে পরিবারে।বর্তমানে ৩৬২ তম বর্ষে পড়লো এই পুজো।এই জমিদারি পুজোতে সামিল হন এলাকাবাসী৷তারাও খুশিতে থাকেন এই কয়েকটা দিন।