হরি ঘোষ, জামুড়িয়া : নবান্ন চলো অভিযানে দলের নেতা-কর্মীর ওপর পুলিশি আক্রমণের অভিযোগ তুলেছ বিজেপি। সেই সঙ্গে জামুড়িয়া থানায় গণতান্ত্রিক অধিকারকে দমন করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ। প্রতিবাদে জামুড়িয়া থানার সামনে ধরনায় বসলো বিজেপি কর্মী-সমর্থকরা। এরপর জামুড়িয়া থানার ভারপ্রাপ্ত অফিসারেরকাচে স্মারকলিপি প্রদান করা হয়। আগামী দিনে বিজেপি কর্মী-সমর্থকদের ওপর লাঠিচার্জ কিংবা পুলিশি আক্রমণ সহ্য করা হবে না বলে সুর চড়ানো হল এদিনের কর্মসূচি থেকে।
বিজেপি নেতা সন্তোষ সিং বলেছেন, প্রশাসনকে ইতিমধ্যেই এই প্রচারের কথা জানানো হয়েছিল, যে কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন ছেড়েছেন।তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির ভয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ করেছেন।