হরি ঘোষ, রানীগঞ্জ : মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করে ছাত্রী প্রীতি যাদবের হাতে তুলে দিলেন রানীগঞ্জ থানার পুলিশ। রানীগঞ্জ থানার মঙ্গলপুর এর বাসিন্দা প্রথম বর্ষের ছাত্রী প্রীতি যাদব বাস ধরতে যাওয়ার সময় এক দুষ্কৃতী তার মোবাইল ছিন্তাই করে পালাবার চেষ্টা করে বলে অভিযোগ। সেই সময় প্রীতি যাদব তার পিছনে ধাওয়া করলেও তাকে ধরতে পারেনি।
অবশেষে রানীগঞ্জ থানার পুলিশকে খবর দিলে মোবাইল ছিন্তাই করে পালিয়ে যাওয়া চোরটিকে কয়েক ঘণ্টার মধ্যে ধরে ফেলে তাকে রানীগঞ্জ থানা নিয়ে আসা হয়। তারপর আসানসোল আদালতে পাঠানো হয়। প্রীতি যাদবের বক্তব্য, এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। যদিও রানীগঞ্জ থানার পুলিশ তৎপরতার সঙ্গে মোবাইল ছিনতাইকারীকে ধরে মোবাইল উদ্ধার করেছে। মোবাইলটি প্রথম বর্ষের ছাত্রী প্রীতি যাদবের হাতে তুলে দেন এসিপি সেন্ট্রাল টু সীমান্ত ব্যানার্জি ও রানীগঞ্জের ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ দাশগুপ্ত। পুলিশের এই ধরনের কাজকে সাধুবাদ জানালেন তার অভিভাবক।