পঞ্জশিরে ফের শুরু লড়াই, নর্দার্ন অ্যালায়্যান্সের ৪০ যোদ্ধাকে খতমের দাবি তালিবানের

author-image
Harmeet
New Update
পঞ্জশিরে ফের শুরু লড়াই, নর্দার্ন অ্যালায়্যান্সের ৪০ যোদ্ধাকে খতমের দাবি তালিবানের

নিজস্ব সংবাদদাতাঃ এক বছর পরে ফের লড়াই শুরু হল পঞ্জশিরে। বুধবার থেকে উত্তর-পশ্চিম আফগানিস্তানের ওই অঞ্চলে ‘ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (প্রচলিত নাম নর্দার্ন অ্যালায়্যান্স)–এর যোদ্ধাদের সঙ্গে তালিবান বাহিনীর নতুন করে লড়াই শুরু হয়েছে। তালিবানের দাবি, ইতিমধ্যেই অন্তত নর্দার্ন অ্যালায়্যান্স ৪০ জন যোদ্ধা সংঘর্ষে নিহত হয়েছেন। রেকা, ডেরা এবং আফসর এলাকায় অভিযানে নর্দার্ন অ্যালায়্যান্স যোদ্ধাদের মৃত্যু হয়েছে বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে। তালেবানের প্রধান মুখপাত্র  মুজাহিদ বলেন, "পঞ্জশিরের রেখা, দারা ও আফশারে ক্লিয়ারেন্স অপারেশনে চার কমান্ডারসহ ৪০ জন বিদ্রোহী নিহত এবং ১০০ জনেরও বেশি লোককে আটক করা হয়।"