খেলা চলাকালীন 'গোল' দিতে ফুটবল মাঠে নেমে পড়ল হাতি!

author-image
Harmeet
New Update
খেলা চলাকালীন 'গোল' দিতে ফুটবল মাঠে নেমে পড়ল হাতি!

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : ফুটবল প্রতিযোগিতা চলাকালীন মাঠে নেমে পড়ল দলমার দাঁতাল। তাতে হইচই পড়ে যায় এলাকায়। বল ফেলে নিরাপদ আশ্রয়ে দৌড় লাগালো অনেকে। কেউ আবার হাতিকে দেখে চিৎকার করতে শুরু করে। কেউ জঙ্গল দিয়ে দৌড় লাগালেন। এমনই ঘটনার সাক্ষী থাকল শালবনীর পিড়াকাটা।





 বৃহস্পতিবার বিকেলে পিড়াকাটার ভবানীপুর এলাকায় ফুটবল প্রতিযোগিতা ছিল। মাঠটি শাল জঙ্গলের পাশে। বিভিন্ন এলাকা থেকে টিম এসেছিল ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে। খেলা চলাকালীন একটি দলছুট দাঁতাল মাঠে প্রবেশ করে। গোলপোস্ট লক্ষ্য করে এগিয়ে চলে। অনেকে বলছেন, মাঠে নেমেছে ফুটবল খেলতে। কেউ বল বাড়িয়ে দিতে চাইছিল। তবে সতর্ক ছিল ওই ফুটবল প্রতিযোগিতার আয়োজকরা। মাইকে ঘোষণা করছিলেন হাতির সামনে না যাওয়ার জন্য, পাথর না ছোঁড়ার জন্য এবং নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য। পরে খবর যায় বননদফতরে। বনদফরের কর্মী এবং স্থানীয় বাসিন্দারা হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠায়। পরে পুনরায় খেলা চালু হয়। বনদফতরের এক আধিকারিক জানিয়েছেন, 'ওই এলাকায় একটি হাতি রয়েছে। এ দিন বিকেলে নেমে গিয়েছিল। পরে আবার জঙ্গলে ফেরত পাঠানো হয়েছে। কারও কোনো ক্ষতি হয়নি।'