নিজস্ব সংবাদদাতাঃ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে অংশ নিতে উজবেকিস্তানের সামারখন্দে জড়ো হয়েছেন রুশ ও চীনের প্রেসিডেন্ট সহ ১১টি দেশের রাষ্ট্রপ্রধান। আঞ্চলিক এই নিরাপত্তা সম্মেলনের নৈশভাজে এড়িয়ে গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার এমনকাণ্ড নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মাধ্যমে। উজবেকিস্তানের সরকারের সূত্রে খবর, করোনা মহামারী শুরুর পর এই প্রথম বিদেশ সফর করছেন শি জিনপিং। ধারণা করা হচ্ছে, করোনা ভাইরাসের সংক্রমণের সতর্কতার অংশ হিসেবে তিনি মিত্রদের সঙ্গে নৈশভোজ এড়িয়ে যান।