এবারে একসঙ্গে দেখা যাবে জ্যাকি শ্রফ, প্রতীক গান্ধীকে ,প্রকাশ্যে ট্রেলার

author-image
Harmeet
New Update
এবারে একসঙ্গে দেখা যাবে জ্যাকি শ্রফ, প্রতীক গান্ধীকে ,প্রকাশ্যে ট্রেলার

নিজস্ব প্রতিনিধি- জ্যাকি শ্রফকে ZEE5 এর নতুন ছবি 'অতিথি ভুতো ভাব'-এ প্রতীক গান্ধীর সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করতে দেখা যাবে।হার্দিক গাজ্জার দ্বারা পরিচালিত, 'অতিথি ভূতো ভাব' একটি রোমান্টিক কমেডি যেটিতে শারমিন সেগালও প্রধান ভূমিকায় অভিনয় করেছেন।২৩শে সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।


কিছুক্ষণ আগেই ছবির ট্রেলারটি মুক্তি পেয়েছে দেখুন।​