নিজস্ব সংবাদদাতাঃ চমকে দিয়ে মহিলাদের রোড রেস সাইক্লিংয়ে সোনা জিতলেন অস্ট্রিয়ার আন্না কিসেনহোফার। যিনি খাতায়কলমে একাধিক ফেভারিটকে পিছনে ফেলে অলিম্পিক্স চ্যাম্পিয়ন হলেন। সুইজারল্যান্ডের কাতালোনিয়া পলিটেকনিক বিশ্ববিদ্যালয় থেকে ২০১৬ সালে ফলিত গণিতে পিএইচডি করেছেন কিসেনহোফার। সেইসঙ্গে ভিয়েনা এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশানো করেছেন ৩০ বছরের অ্যাথলিট। তবে প্রথমে সাইক্লিংয়ে নামতেন না আন্না। বরং ২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ট্রায়াথলন খেলতেন। ট্রায়াথলন ছেড়ে ২০১৪ সালে সাইক্লিংয়ে মনোনিবেশ করেছে অস্ট্রিয়ান তারকা। ২০১৬ সালে কাতালান টিমে যোগ দেন আন্না। সেখানে দুর্দান্ত শুরুটা হয়। ফ্রান্সের একটি প্রতিযোগিতায় রুপো জেতেন।তারইমধ্যে নিজের প্রথম পেশাচারি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। কিন্তু টানা খারাপ ফলের জেরে সেই চুক্তি বাতিল হয়ে যায়। তারপর এক বছর বিরতি নিয়েছিলেন। ২০১৯ সালে আবারও সাইক্লিংয়ে সার্কিটে ফিরে আসেন। টাইম ট্রায়াল চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। ট্রায়াল বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০ নম্বর শেষ করেছিলেন। তাঁর যাত্রাপথটা একেবারেই সোজা ছিল না। উত্থান-পতনের সাক্ষী থেকেছেন তিনি। উত্থানের থেকে পতনটাই বেশি ছিল এতদিন। এবার অলিম্পিক্সে সোনা জয়ের পর সেই উত্থানের গ্রাফ একেবারে শীর্ষে পৌঁছে গেল।