নাগাল্যান্ড সফরে জেপি নাড্ডা, আনন্দ প্রকাশ টেমজেন ইমনা আলংয়ের

author-image
Harmeet
New Update
নাগাল্যান্ড সফরে জেপি নাড্ডা, আনন্দ প্রকাশ টেমজেন ইমনা আলংয়ের


নিজস্ব সংবাদদাতা: নাগাল্যান্ড সফরে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।


 তাকে পেয়ে আনন্দ প্রকাশ করলেন মন্ত্রী টেমজেন ইমনা আলং। 


তিনি বলেন, "আমার সরকারি বাসভবনে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডাকে পাওয়া সম্মানের। ৩০ তম আলংটাকি মন্ডলের সাথে কিছু বিষয়ে আলাপচারিতা হয়েছে"।