old_সর্বশেষ খবর উন্নাওয়ে বাড়ি ধসে ৩ ভাইবোনের মৃত্যু, জখম মা Harmeet 16 Sep 2022 11:27 IST Follow Us New Update নিজস্ব সংবাদদাতা : ভারী বৃষ্টিতে মাটির বাড়ি ধসে বিপত্তি উত্তরপ্রদেশের উন্নাওয়ে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তিন ভাই বোন। জখম মা।পুলিশ সূত্রে খবর, ভোররাত ৩টে নাগাদ ঘুমের মধ্যেই ঘটে ঘটনাটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) অজিত জয়সওয়াল, সার্কেল অফিসার (সিও) বিক্রমজিৎ সিং,স্টেশন অফিসার (এসও) সুরেশ সিং। মৃত দেহগুলি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রে জানান,"বিধান অনুযায়ী, তাদের জন্য একটি পাকা ঘর তৈরি করা হবে। নতুন বাড়ি তৈরি না হওয়া পর্যন্ত আশ্রয় এবং খাবার দেওয়া হবে। প্রতি শিশুর জন্য ৪ লক্ষ ক্ষতিপূরণ দেওয়া হবে।" Ajit Jaiswal House Collapses Siblings Dead sdm unnao up mother Read More পরবর্তী প্রবন্ধ পড়ুন