স্বাধীনতা, শান্তি ও গণতন্ত্র অমূল্য বিষয়: ইইউ প্রধান

author-image
Harmeet
New Update
স্বাধীনতা, শান্তি ও গণতন্ত্র অমূল্য বিষয়: ইইউ প্রধান

নিজস্ব সংবাদদাতাঃ স্বাধীনতা, শান্তি ও গণতন্ত্র অমূল্য বিষয় বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন। ইউরোপে জীবনযাত্রার ব্যয় এবং জ্বালানি সংকটের সম্ভাব্য প্রভাব সম্পর্কে এমন মন্তব্য করেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের পর কিয়েভে সংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার প্রভাব নিয়েও কথা বলেন উরসুলা ভন ডের লিয়েন। তিনি বলেন, এসব নিষেধাজ্ঞা গভীর ও দৃশ্যমান প্রভাব ফেলছে। উরসুলা ভন ডের লিয়েন বলেন, ‘আমাদের স্বাধীনতা, আন্তর্জাতিক শান্তি শৃঙ্খলা ও গণতন্ত্র অমূল্য বিষয়।‌‌‌’


ইউক্রেনে রুশ আগ্রাসন শুধু ইউক্রেনের যুদ্ধ নয়, এটি ইউরোপের অর্থনীতি, ইউরোপীয় মূল্যবোধ ও ইউরোপের ভবিষ্যতের বিরুদ্ধেও যুদ্ধ বলেও মন্তব্য করেন এই রাজনীতিক। যুদ্ধের মধ্যে দুই দফা ইউক্রেন সফর করা ভন ডের লিয়েন বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। আমাদের ঐক্যে যে ভাঙন নেই তা দেখানোর সময় এসেছে।