মানালী দত্ত পাত্র, মুর্শিদাবাদ: সৈদাবাদ কুহেলি সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬৮ সালে। সে মন্দিরে দীর্ঘদিন যাবৎ মাতৃপ্রতিমা পূজিত হয়ে আসছে। এ বছর পাড়ার নবপ্রজন্মেরা উদ্যোগ নিয়ে করছেন এক অভিনব থিম। মন্দিরে হবে পূজো তার পাশে মায়ের এক অনন্য রূপকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে থিমের মধ্য দিয়ে। থিমের নাম মৌবনে আলোক সজ্জায় দেবী দূর্গার আরাধনা। সেখানের মূল আকর্ষণ একটি বড় গাছ তাতে রয়েছে মৌচাক।
গাছ কাটতে উদ্যত অসুর। রক্ষার্থে দেবী দূর্গা। আদিবাসী রূপ থাকবে তাতে। বন জঙ্গলের গভীরতা আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। ক্লাবের তরফ থেকে বলা হয় যে এই মৌ বনকে ধ্বংসরূপী অসুর ধ্বংস করতে চাইছে দেবী দুর্গা অর্থাৎ সকলের মা তিনি সপরিবারে অসুরের হাত থেকে এই মৌবনকে বাঁচাতে চাইছেন। থিমের মাধ্যমে সমাজকে এই বার্তা দিচ্ছি আমাদের যে ইকোসিস্টেম সেটা আমাদের সকলকে বাঁচাতে হবে। মা দুর্গা আসছেন আমরা দেবী দুর্গার আগমনে মন্ডপে এই থিমের মাধ্যমে জনগণের কাছে এই বার্তা পৌঁছাতে চাইছি।