ইউরোপিয়ান প্রতিযোগিতায় ঘরের মাঠে অপরাজিত ২০ ম্যাচ

author-image
Harmeet
New Update
ইউরোপিয়ান প্রতিযোগিতায় ঘরের মাঠে অপরাজিত ২০ ম্যাচ

নিজস্ব সংবাদদাতা: বিরতির পর তিনটি গোল। হেলসিনকির বিরুদ্ধে ৩-০ গোলে জয় পেয়েছে এএস রোমা। ৪৭ মিনিটে পাওলো দিবালার গোলের সুবাদে এগিয়ে গিয়েছিল রোমা। এরপর একে একে গোল করেছেন পেলিগ্রিনি এবং বেলোত্তি। ম্যাচের প্রথম কোয়ার্টারে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন হেলসিনকির ফুটবলার টেনোহ।