নিজস্ব সংবাদদাতা: ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই সঙ্গে এই মাইল ফলকের আরও কাছে পৌঁছে গেলেন তিনি। শেরিফের বিরুদ্ধে এদিনের গোলের পর ক্লাব ফুটবলে তাঁর নামের পাশে যুক্ত হয়েছে ৬৯৯ টি গোল। আর এক গোল করলেই হবে ৭০০। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে দ্রুত সেই লক্ষ্যে তিনি পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।