নিজস্ব সংবাদদাতা: উয়েফা ইউরোপা লিগে সহজ জয়। শেরিফের বিরুদ্ধে ২-০ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এদিন গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পেনাল্টি থেকে গোল করেছেন তিনি। এটি উয়েফা ইউরোপা লিগে তাঁর প্রথম গোল। ম্যাচ শুরুর আগে থেকেই অবশ্য ফেভারিট হিসেবে এগিয়ে ছিল ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের পর ইউরোপাতেও ফর্মে রেড ডেভিলরা।