BREAKING : মাত্র চারদিন যুদ্ধ করার মতো গোলাবারুদ আছে পাকিস্তানের ! সীমান্ত উত্তেজনার মাঝেই ভয়ঙ্কর রিপোর্ট
বিএসএফ-এর হাতে আটক পাক রেঞ্জার্স- তবে কি এবার ফিরবেন বাংলার জওয়ান
BREAKING : ভারতের প্রত্যাঘাতের ভয়ে কাঁপছে পাকিস্তান ! আগামীকাল পার্লামেন্টে জরুরি বৈঠক ডাকলো পাকিস্তান
পরীক্ষার আগের দিন ঝুলে পড়ল নাবালিকা
দিঘা জগন্নাথ ধাম: পদ্মশ্রী পুরষ্কারপ্রাপ্ত বালি শিল্পী সুদর্শন পট্টনায়কও এবার বিরোধিতা করলেন
৩ গাড়ির মুখোমুখি সংঘর্ষ- ভয়াবহ পরিস্থিতি- মৃত্যু- ভয়াবহ ভিডিও
উত্তরপ্রদেশে বিজেপির ঘাঁটি আরও শক্ত করলেন যোগী আদিত্যনাথ! ভাইরাল হয়ে গেল ভিডিও
পাহেলগাঁও- সেনা জানে কবে ও কীভাবে জবাব দিতে হয়- এবার সোজা বলে দিলেন
তুলা ও কন্যা রাশির আজকে কেমন যাবে দিন?

সন্ধ্যা নামলেই আঁধার নেমে আসে হাসপাতালে

author-image
Harmeet
New Update
সন্ধ্যা নামলেই আঁধার নেমে আসে হাসপাতালে

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে থাকছে হাসপাতাল চত্বর, মোবাইলের টর্চ জ্বেলে চলছে যাতায়াত, সমস্যায় পড়েছেন রোগীর আত্মীয় পরিজন থেকে স্বাস্থ্য কর্মীরা।ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা হাসপাতালের।বেশ কয়েকদিন ধরেই রাত্রিতে আলো জ্বলছে না হাসপাতাল চত্বরে। মোবাইলের টর্চ জ্বালিয়ে চলছে যাতায়াত। ঘাটাল মহকুমা হাসপাতাল চত্বরেই রয়েছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল। প্রতিদিন হাজারো মানুষ আসেন এই হাসপাতালের চিকিৎসা পরিষেবা পেতে। প্রতিদিনই রোগীর চাপ থাকে। ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন রোগীর পরিজনদের রাত্রি কাটাতে হয় হাসপাতাল চত্বরে। রাত্রিতে হাসপাতাল চত্বরে আলো না জলায় সমস্যায় পড়েছেন রোগীর আত্মীয় পরিজন সহ তার সাথে স্বাস্থ্য পরিষেবা দিতে সমস্যায় পড়তে হচ্ছে স্বাস্থ্য কর্মীদেরও। 


এ বিষয়ে ঘাটাল হাসপাতাল সুপার সুব্রত দে ক্যামেরার সামনে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। তবে তিনি জানিয়েছেন, হাসপাতাল চত্বরে যে বাতি স্তম্ভগুলি রয়েছে তার আলোর দেখভালের দায়িত্ব পূর্ত দফতর ও পৌরসভার। ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরার অভিযোগ, হাসপাতাল সুপার কোনও দিকেই দৃষ্টি দিচ্ছেন না। পৌরসভা তাদের অর্থে হাসপাতাল চত্বর আলোকিত করার জন্য বাতিস্তম্ভ লাগিয়ে দিয়েছে, এখন তা দেখভালের দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের।একপ্রকার সন্ধ্যা নামলেই ঘুটঘুটে অন্ধকারে ডুবে যায় গোটা হাসপাতাল চত্বর, জরুরি রোগী হাসপাতালে প্রবেশ-বেরোনো থেকে রোগীর পরিজনদের থাকার যাতায়াতের চরম সমস্যায় পড়তে হয়। আর এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ আর পৌরসভা একে অপরের দিকে দায় ঠেলতে ব্যস্ত।হাসপাতাল চত্বেরর বাতি স্তম্ভের দেখাভালের দায়িত্ব যারই থাক,রোগী ও তার পরিজন স্বাস্থ্য কর্মীদের কথা মাথায় রেখে হাসপাতাল চত্বর আলোকিত করার উদ্যোগ নিক প্রশাসন, চাইছেন সকলেই।