এসসিও-এর সদস্য হওয়ার পথে ইরান

author-image
Harmeet
New Update
এসসিও-এর সদস্য হওয়ার পথে ইরান

নিজস্ব সংবাদদাতাঃ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও-তে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার জন্য প্রতিশ্রুতি স্মারক স্বাক্ষর করেছে ইরান। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান একথা জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। চীন ও রাশিয়ার নেতৃত্বে গঠিত সংস্থাটির স্থায়ী সদস্য হওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা মোকাবিলার পথ খুঁজছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এসসিওতে যোগদানের জন্য একটি প্রতিশ্রুতি স্মারকে স্বাক্ষর করেছে ইরান। 


ইন্সটাগ্রামে ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, এসসিও-এর পূর্ণাঙ্গ সদস্য হওয়ার জন্য নথিতে স্বাক্ষরের পর ইরান একটি ধাপে উন্নীত হলো। এবারের এসসিও সম্মেলনে যোগ দিচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সম্মেলনে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। এসসিও’র ডেপুটি মহাসচিব গ্রিগোরি লগভিনভ বলেছেন, ইরান এখন সংস্থার বৈঠকে অংশ নিতে পারবে। তবে পূর্ণাঙ্গ সদস্যপদ পেতে কিছু সময় লাগবে।