নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুজোতে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতে কে না ভালবাসে! কিন্তু পুজোর এত আনন্দের মধ্যে যদি বৃষ্টি আসে তাহলে কেমন লাগে? সুন্দর পোশাক পরে সেজেগুজে ঘুরতে বেড়িয়ে যদি পায়ে জলকাদা লেগে পোশাক নষ্ট হয়, তাহলে তো মনটা একটু ভারাক্রান্তই হয়। তবে যারা চোরবাগান সার্বজনীনের পুজো দেখতে আসবেন তাদের জন্য রয়েছে আগাম ব্যবস্থা।
তারা তাদের পুরো মণ্ডপকেই ওপর থেকে নিচে অবধি আবরণে ঢেকে রেখেছে। তারা ২০১৭ সাল থেকেই এই পন্থা অবলম্বন করে আসছেন। আসলে তাদের পুজো মণ্ডপটি একটি মাঠের মধ্যে অবস্থিত। তাই যাতে জল কাদা, মশা-ডেঙ্গুর উৎপাত না হয় তার জন্য এই ব্যবস্থা তারা আগে থেকেই নিয়ে রেখেছে।