সীমান্ত সংঘর্ষের পর প্রথমবার মুখোমুখি হচ্ছেন মোদী-শি

author-image
Harmeet
New Update
সীমান্ত সংঘর্ষের পর প্রথমবার মুখোমুখি হচ্ছেন মোদী-শি

নিজস্ব সংবাদদাতাঃ ২০২০ সালে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার উজবেকিস্তানের রাজধানী সামারখন্দে দুই নেতা মুখোমুখি হবেন। আঞ্চলিক নিরাপত্তা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সামারখন্দে পৌঁছাবেন নরেন্দ্র মোদী। ওই সম্মেলনে আরও যোগ দেবেন চীনা প্রেসিডেন্ট এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বিবৃতিতে নরেন্দ্র মোদি বলেছেন, এসসিও সম্মেলনে আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আমি মত বিনিময়ের অপেক্ষায় আছি। এসসিও-এর সম্প্রসারণ এবং জোটের ভেতরে বহুমূখী ও দ্বিপক্ষীয় সুবিধা নিয়েও মতবিনিময় হবে।



মোদী বলেছেন, বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি ও পর্যটন নিয়ে একাধিক সিদ্ধান্ত হতে পারে সম্মেলনে। পশ্চিম হিমালয়ে চীন-ভারত সীমান্তে দুই বছরের মুখোমুখি অবস্থার অবসান ঘটিয়ে চলতি সপ্তাহে দুই দেশের সেনারা পিছু হটেছে। সীমান্তে এই অচলাবস্থা শুরু হওয়ার পর মোদী ও শি একে অপরের সঙ্গে কথা বলেননি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কওয়াত্রা বলেছেন, সম্মেলনে শুক্রবার কয়েকটি দ্বিপক্ষীয় পার্শ্ববৈঠক করবেন মোদি। তবে চীনা প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টি তিনি নিশ্চিত করা এড়িয়ে গেছেন। মোদীর সঙ্গে শি জিনপিংয়ের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেনি চীনও।