নিজের স্বপ্নের কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

author-image
Harmeet
New Update
নিজের স্বপ্নের কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি বৈদ্যুতিক গাড়ির উৎপাদন বাড়ানোর উপর জোর দিয়ে বলেছেন যে তার স্বপ্ন ই-হাইওয়ে তৈরি করা। এরই সঙ্গে ২৭টি সবুজ এক্সপ্রেস হাইওয়ে তৈরি করার ধারণাটিও ভাগ করে নিয়েছেন তিনি।সবুজ মহাসড়কগুলি দিল্লি থেকে চণ্ডীগড় ভ্রমণের সময় কমিয়ে আধ ঘণ্টা করবে, দিল্লি থেকে ঋষিকেশ দুই ঘণ্টা, দিল্লি থেকে জয়পুরে দুই ঘণ্টা, দিল্লি থেকে কাটরা ছয় ঘণ্টা, দিল্লি থেকে অমৃতসরে চার ঘণ্টা, দিল্লি থেকে শ্রীনগরে ভ্রমণের সময় কমিয়ে আট ঘণ্টা করবে।দিল্লি থেকে মুম্বাই বারো ঘন্টা এবং চেন্নাই থেকে বেঙ্গালুরু পৌঁছনো যাবে দুই ঘন্টায়। 


বর্তমানে, একটি ট্রাক দিল্লি থেকে মুম্বাই পর্যন্ত যেতে ৫২ ঘন্টা সময় নেয় তবে এই বছরের শেষ নাগাদ তা কমে ২০-২২ ঘন্টা হয়ে যাবে।৬২ তম সিয়াম বার্ষিক কনভেনশনে বক্তব্য রাখার সময় এমনই বলেন গড়কড়ি। তিনি জানান, 'পরবর্তী পাঁচ বছরের মধ্যেভারতকে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার জন্য, আমাদের লক্ষ্য হল অটোমোবাইল শিল্পকে ৫০ লক্ষ কোটি টাকা করা।'