নিজস্ব সংবাদদাতাঃ অস্ট্রিয়ার উইঘুর সম্প্রদায় বুধবার চীনে উইঘুর ও অন্যান্য তুর্কি জনগণের গণহত্যার বিরুদ্ধে পূর্ব তুর্কিস্তানের বিভিন্ন এলাকায় লকডাউন জারি করে এবং খাবার ও চিকিৎসা সহায়তা ছাড়াই বাড়ির ভিতরে মানুষকে বন্দী করে কোভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণের অজুহাতে বিক্ষোভ প্রদর্শন করে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, চীন সরকারের হাতে নিহত উইঘুরদের ছবি নিয়ে বেশ কয়েকজন বিক্ষোভকারী ভিয়েনার ক্রিশ্চিয়ান-ব্রোডা-প্লাটজ থেকে হেল্ডেনপ্লাটজ পর্যন্ত একটি র্যালি বের করে। বিপুল সংখ্যক উইঘুর এই বিক্ষোভে অংশ নেয় এবং ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার বিরুদ্ধে স্লোগান দেয়। অস্ট্রিয়ার উইঘুর প্রবাসীদের প্রেসিডেন্ট মেভলান দিলশাত এই বিক্ষোভের নেতৃত্ব দেন। বিক্ষোভকারীরা কোভিড মহামারী নিয়ন্ত্রণের প্রচেষ্টার ছদ্মবেশে পূর্ব তুর্কিস্তানে ক্ষুধা গণহত্যার চীনা নীতির নিন্দা জানিয়েছে।