নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানে ভয়াবহ বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসলেও এবার ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। এতে উদ্বেগ জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। গত জুন থেকে অতি বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে পাকিস্তান। দেশটির এক তৃতাংশ জায়গা জলে তলিয়ে গেছে। সিন্ধ, বেলুচিস্তান সহ বেশ কিছু প্রদেশের যোগাযোগ ব্যবস্থা, ঘর-বাড়ি বিলীন হয়ে গেছে। বন্যায় প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সরকার।
৩৩ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। দক্ষিণ সিন্ধ প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ৩ হাজার ৮৩০টি ডেঙ্গু জ্বরের ঘটনা রেকর্ড করেছে। মারা গেছে ৯ জন। এই সংখ্যা আরও বাড়তে পারে। এখনও বিভিন্ন জায়গায় উদ্ধার অভিযান অব্যাহত আছে। আশ্রয় কেন্দ্রে আছেন হাজারো মানুষ। জমে থাকা জলের পাশে এখনও বাস্তুচ্যুত মানুষ থাকায় ডেঙ্গু জ্বরে প্রাণ হারাচ্ছেন অনেকে। আক্রান্তের সংখ্যাও দিন দিন বাড়ছে।