নিজস্ব সংবাদদাতা: তিন মাস বন্ধ থাকার পর আগামী ১৬ সেপ্টেম্বর থেকে খুলে যাচ্ছে জঙ্গল। প্রতিবছর জঙ্গল খোলার পূর্বে বক্সা ব্যাঘ্র প্রকল্প জঙ্গল সংলগ্ন কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া, জয়ন্তী, বক্সা, লেপচাখা সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে হোমস্টে মালিকদের চুড়ান্ত পর্যায়ে প্রস্তুতি লক্ষ্য করা যায় । প্রতিটি হোম স্টে গুলো সাজিয়ে তোলা হয়। কিন্তু এবছর জঙ্গল খোলার পূর্বেও কোনো প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছেনা। এই সমস্ত এলাকার বনবস্তির বাসিন্দাদের পেশা পর্যটন নির্ভর করে।আর এই পর্যটনের উপর নির্ভর করে আছে এই এলাকার বনবস্তির বাসিন্দারা।