পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ

author-image
Harmeet
New Update
পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গকে পুজোর উপহার বাংলাদেশের। এবার ৫০০ টন ইলিশ পাঠাচ্ছে হাসিনা সরকার। জানা গিয়েছে, বুধবার ভারতে ‘রুপালি শস্য’ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রক। ফলে বাঙালির শারদ উৎসব আরও রসেবশে হতে চলেছে। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রক সূত্রে খবর, বুধবার ১০টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ টন করে ইলিশ রপ্তানি করতে হবে। এর আগে ৪ সেপ্টেম্বর ৪৯টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৪৫০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছিল বাণিজ্যমন্ত্রক। আগামী ১ অক্টোবর থেকে দুর্গাপুজো শুরু হচ্ছে। 



গত কয়েক বছর দুর্গাপুজোর আগে শর্তসাপেক্ষে পশ্চিমবঙ্গে ইলিশ রপ্তানি করে আসছে বাংলাদেশ। এদিকে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন বাংলাদেশের নদ-নদীতে ইলিশ শিকার, পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রকের জনসংযোগ আধিকারিক মহম্মদ ইফতিকার হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।