নিজস্ব সংবাদদাতা : রাজ্যে চাকরি নেই, কর্মসংস্থানের সুযোগ নেই বলে প্রতিনিয়ত সুর চড়ান বিরোধীরা। এবার পুজোর আগে কর্মসংস্থানের পথ দেখালেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খড়গপুরের সরকারি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, 'চা-ঘুগনী-তেলেভাজার ব্যবসা করুন। পুজো আসছে। দিয়ে কুলোতে পারবেন না। খেটে খেতে হবে শরীরে নাম মহাশয়।'
পাশাপাশি, মমতা এদিন এও বলেন, 'দুর্গাপুজোয় ফোটা কাশফুলগুলোকে এককাট্টা করে তুলো মিশিয়ে বালিশ-লেপ-তোষক বানাতে পারেন।'