ইউক্রেনের একটি বাঁধে রাশিয়ার হামলা, প্রবল বন্যার আশঙ্কা

author-image
Harmeet
New Update
ইউক্রেনের একটি বাঁধে রাশিয়ার হামলা, প্রবল বন্যার আশঙ্কা

নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ ইউক্রেনের বড় একটি বাঁধে আঘাত হেনেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। এতে ওই অঞ্চলে বন্যা সৃষ্টির আশঙ্কায় শহরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা। বুধবার ৮টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করা হচ্ছে। ক্রিভি রিহ-এর দুটি জেলার ২২টি সড়ক ঝুঁকিপূর্ণ বলে জানিয়ে সতর্ক করেছেন সেখানকার প্রধান ওলেক্সান্ডার ভিলকুল। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি সেকেন্ডে ১০০ কিউবিক মিটার জল প্রবাহিত হচ্ছে। ইনহুলেটস নদীতে জলের স্তর বিপজ্জনকভাবে বাড়ছে। 


জেলেনস্কির সরকার বলছে, রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের প্রতিশোধ নিতেই এমন হামলা চালিয়েছে মস্কো। কারাচুনিভস্কে জলাধারে বুধবার ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়াকে আবারও ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে বর্ণনা করেছেন।