হোমওয়ার্ক না করায় পঞ্চম শ্রেণীর ছাত্রীকে বেধড়ক মারধর, কাঠগড়ায় শিক্ষিকা

author-image
Harmeet
New Update
হোমওয়ার্ক না করায় পঞ্চম শ্রেণীর ছাত্রীকে বেধড়ক মারধর, কাঠগড়ায় শিক্ষিকা

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চম শ্রেণীর ছাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগে নামী স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে দায়ের হল এফআইআর। আক্রান্ত ছাত্রীর মুখে ও হাতে আঘাত লেগেছে। ওই ছাত্রীর অপরাধ, সে বাড়ি থেকে হোমওয়ার্ক করে আনেনি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখনউয়ের কৃষ্ণনগর থানা এলাকায়। অভিযুক্ত শিক্ষিকা বিরুদ্ধে কৃষ্ণনগর থানায় এফআইআর দায়ের করেছেন ৯ বছরের বালিকার মা। বিষয়টি জানাজানি হতেই অভিযুক্ত শিক্ষিকাকে সাসপেন্ড করেছে স্কুল কর্তৃপক্ষ। ঘটনার তদন্তের জন্য দুই শিক্ষকের একটি কমিটিও গঠন হয়েছে।


আক্রান্ত পড়ুয়ার মা সাংবাদিকদের বলেন, মেয়ের শিক্ষিকাই তাঁকে ফোন করে জানায়, যে তিনি মেয়েকে মেরেছেন। স্কুলে এসে দেখি মেয়ের গাল লাল হয়ে আছে। থুতনিতে কালশিটে পড়েছে। হাতও লাল হয়েছে। মেয়েকে জিজ্ঞাসা করতেই কাঁদতে কাঁদতে বলে, ১৫-২০ বার তাকে থাপ্পড় মেরেছেন ওই শিক্ষিকা। মারধরের পর অভিযুক্ত শিক্ষিকা মেয়েকে নিয়ে অধ্যক্ষের ঘরে যান। অধ্যক্ষ মেয়ের পরিস্থিতি দেখে কোনও উচ্চবাচ্চ করেননি। এরপরেই ওই শিক্ষিকার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়।