নিজস্ব সংবাদদাতা : ব্যাপক খানাখন্দে ভরা রাস্তা ঘাট। বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। দৃষ্টি আকর্ষণ করতে তাই অভিনব পন্থা অলম্বন করলেন এক ব্যক্তি। বৃষ্টির দিনে রাস্তায় গড়িয়ে প্রতিবাদ জানালেন খানাখন্দের বিরুদ্ধে। ঘটনাটি কর্ণাটকের। যিনি প্রতিবাদ দেখাচ্ছেন তিনি একজন সমাজকর্মী। তার নাম নিত্যানন্দ ওলাকাডুর।লাকাডুর দ্বারা সম্পাদিত প্রতিবাদ হল 'উরুলু সেভ' নামে এক ধরণের আচার, যা দক্ষিণ রাজ্যে জনপ্রিয়। অনেকে সমাজের কল্যাণে মন্দিরে এই ঘূর্ণায়মান ধরণের আচার অনুষ্ঠান করে থাকেন। দেখুন ভিডিও।