নিজস্ব সংবাদদাতা : বিজেপির বিরুদ্ধে পাঞ্জাবে আপ বিধায়কদের কেনার চেষ্টার অভিযোগ উঠেছে। আপের অভিযোগের ভিত্তিতে এবার এবিষয়ে দয়ের হল এফআইআর। পাঞ্জাবের অর্থমন্ত্রী হরপাল সিং চিমা অভিযোগ করেছেন যে ''রাজ্যের কিছু আপ বিধায়ককে বিজেপির 'অপারেশন লোটাস'-এর অধীনে অর্থের প্রস্তাব দিয়ে যোগাযোগ করা হয়েছিল যদিও তারা দল ছেড়ে চলে যায়।পাঞ্জাবের আমাদের বিধায়কদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাদের সাথে বিজেপির কিছু লোক টেলিফোনে যোগাযোগ করছে যাদেরকে আমাদের বিধায়কদের দল থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পাঠিয়েছিল।''
চিমা আরও উল্লেখ করেছেন যে আপ বিধায়কদের বলা হয়েছিল যে তারা তাদের সাথে তিন-চারজন বিধায়ক আনলে তাদের ৫০-৭০ কোটি টাকা দেওয়া হবে। যদিও পাঞ্জাব বিজেপির তরফে অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে।