নিজস্ব সংবাদদাতাঃ বুধবারের তুলনায় বৃহস্পতিবার কিছুটা বাড়ল দেশের দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪ ২২ জন।
একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৭৪৮ জন, সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৪৬ হাজার ৩৮৯ জন। দৈনিক সুস্থতার হার ২.০৪ শতাংশ। এছাড়া মৃত্যু হয়েছে ৩৪ জনের।