নিজস্ব সংবাদদাতাঃ নকশাল বিরোধী অভিযানের জন্য যৌথ টাস্কফোর্স ক্যাম্পের উদ্বোধন করা হল তেলেঙ্গানা-ছত্তিশগড় সীমান্তের কাছে চেন্নাপুরমে। সিআরপিএফ এর ডিজি কুলদীপ সিং এবং তেলেঙ্গানা পুলিশের ডিজি এম. মহেন্দ্র রেড্ডি এই ক্যাম্পটির উদ্বোধন করেছেন।
নকশাল বিরোধী অভিযানের জন্য একটি লঞ্চ বেস হিসাবে ক্যাম্পটি ব্যবহার করা হবে। সিআরপিএফ এবং তেলেঙ্গনা পুলিশ ক্যাম্পটিকে ব্যবহার করবে।