জি-২০: বাংলাদেশকে আমন্ত্রণ জানাচ্ছে ভারত

author-image
Harmeet
New Update
জি-২০: বাংলাদেশকে আমন্ত্রণ জানাচ্ছে ভারত

হাবিবুর রহমান, ঢাকা: জি-২০ সম্মেলনে আগামী বছর যাওয়ার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানাচ্ছে ভারত। ২০২৩ সালে ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা এই সম্মেলনে প্রতিবেশী বাংলাদেশকে অংশীদারিত্বের কারণে আমন্ত্রণ জানানো হচ্ছে। ঢাকায় নিয়োজিত ভারতীয় হাই-কমিশনার বিক্রম কুমার দ্বোরাইস্বামী এই তথ্য প্রদান করেছেন। বুধবার রাজধানীর গুলশানে ওল্ড ইন্ডিয়া হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 
বিদায়ী রাষ্ট্রদূত বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে অতিথি করা হচ্ছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে জি-২০ সম্মেলন হতে যাচ্ছে। সেই সম্মেলনে বাংলাদেশ অতিথি দেশ হিসেবে অংশ নেবে। যা অনেক ক্ষেত্রে বিভিন্ন বিষয় সম্পর্কে আরও ইতিবাচক হিসেবে কাজ করবে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। অনেক বিষয় সম্পর্কে সমঝোতা হয়েছে। আঞ্চলিক, অর্থনৈতিক, সড়ক ও রেলের ক্ষেত্রে উন্নয়ন অংশীদার হিসেবে বাংলাদেশের পাশে থাকবে ভারত। দীর্ঘ ১২ বছর পর যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই সঙ্গে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে কুশিয়ারা এবং গঙ্গার জলের বিষয়ক সমঝোতা স্মারক সই হয়েছে। এ বিষয়ে ভবিষ্যতে দুই দেশের মানুষ সুফল পাবে বলেও আশা করেন বিক্রম কুমার দ্বোরাইস্বামী।