মালদহ মেডিকেল কলেজের জরুরি বিভাগে জল ঢুকে বিপত্তি

author-image
Harmeet
New Update
মালদহ মেডিকেল কলেজের জরুরি বিভাগে জল ঢুকে বিপত্তি

নিজস্ব সংবাদদাতাঃ দু’দিনের বৃষ্টিতে চরম ভোগান্তি মালদহের বিস্তীর্ণ অঞ্চলে। জল ঢুকেছে মালদহ মেডিকেল কলেজের জরুরি বিভাগেও। চিকিৎসা করাতে এসে চরম ভোগান্তিতে রোগী ও রোগীর পরিবার। অপারেশন থিয়েটারেও ঢুকেছে জল। গত কয়েক বছর ধরেই এই সমস্যায় ভুগছে হাসপাতাল। মালদহ মেডিকেল হাসপাতাল সুপার ডা. পুরঞ্জয় সাহা জানিয়েছেন, শহরের নিকাশি ব্যবস্থায় সমস্যা রয়েছে। তাই হাসপাতালে জল ঢুকছে।



মঙ্গলবার রাতভর এবং বুধবার ভোররাত থেকে মুষলধারে বৃষ্টিতে মালদহ শহরের রথবাড়ি, সবজি বাজার এবং নেতাজি পুর এলাকায় একাধিক দোকানে জল ঢুকে যায়। পুর বাজারের একাধিক দোকানে জল ঢুকে যায়। হাঁটু জলেই দাঁড়িয়ে বিক্রিবাটা করতে দেখা যাচ্ছে ব্যবসায়ীদের। জল থই থই মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। জরুরি বিভাগ-সহ অন্যান্য বিভাগেও জল ঢুকেছে। জরুরি বিভাগের সামনে হাঁটু জল। ফলে রোগীদের এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে স্থানান্তরিত করতে সমস্যায় পড়ছেন রোগীর পরিবারের সদস্যরা। মুশকিলে পড়ছেন হাসপাতালের কর্মীরাও। চরম ভোগান্তিতে পড়ছেনে রোগীরাও। শয্যার উপর পা তুলে বসে থাকতে হচ্ছে তাঁদের। অপারেশন থিয়েটারে জল ঢুকেছে। ফলে অস্ত্রোপচারে সমস্যা হচ্ছে। হাসপাতাল সূত্রে খবর ভারী বৃষ্টি হলেই এই হাসপাতালে এমন সমস্যা হয়।