নিজস্ব সংবাদদাতা: বিজেপির নবান্ন অভিযানে পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে মারধর ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় একাধিক জামিন অযোগ্য ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের। দায়ের হয়েছে দুটি আলাদা এফআইআর। ফুটেজের ভিত্তিতে চিহ্নিত করে গতকাল রাতে বেলেঘাটা, শিয়ালদা ও বাইপাস এলাকায় রাতভর তল্লাশি চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ৩ জন মারধর ও একজন অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার। অন্যদিকে, নবান্ন অভিযানে আক্রান্ত কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায় হাত ভেঙে এসএসকেএম হাসপাতালে ভর্তি। তাঁকে নিগ্রহের ঘটনায় খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে।এমজি রোডে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হয়েছে আলাদা এফআইআর।