চুলের যত্নে কীভাবে কাজে লাগে কর্পূর তেল

author-image
Harmeet
New Update
চুলের যত্নে কীভাবে কাজে লাগে কর্পূর তেল

​নিজস্ব সংবাদদাতাঃ  ছোট্ট কাঁচের শিশিতে তিন ফোঁটা করে কর্পূর তেল, ল্যাভেন্ডার তেল এবং ক্যামোমাইল এসেনশিয়াল অয়েল  নিয়ে ভাল করে ঝাঁকিয়ে নিন। এবার সেই মিশ্রণটি থেকে কয়েক ফোঁটা হাতে নিতে সারা চুলে লাগিয়ে মিনিটপাঁচেক ভাল করে মাসাজ করুন। তাতে চুলের গোড়া এতটাই শক্তপোক্ত হয়ে উঠবে যে চুল পড়ার হার কমবে। সেই সঙ্গে নতুন চুলও গজাবে। ফলে অসময়ে ময়দান খালি হয়ে যাওয়ার আশঙ্কা আর থাকবে না। প্রসঙ্গত উল্লেখ্য়, নিয়মিত এই মিশ্রণটিকে কাজে লাগালে চুলে জট পড়ার সমস্যাও দূরে পলাবে।


If you have camphor at home, you don't have to worry about hair loss,  beauticians advise । বাড়িতে কর্পূর থাকলে চুল ঝরা নিয়ে চিন্তা করতে হবে না,  পরামর্শ বিউটিশিয়ানদের