নিজস্ব সংবাদদাতাঃ করোনাভাইরাস মহামারি শুরুর প্রথম বিদেশ সফরে বুধবার কাজাখস্তান পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সেন্ট্রাল এশিয়ান সিকিউরিটি গ্রুপের নেতাদের সঙ্গে বৈঠকের আগে তিনি কাজাখস্তান সফর করছেন। নীল রঙের স্যুট ও মুখে মাস্ক পরা শি জিনপিংকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ। তাকে অভ্যর্থনা জানাতে আসা সবার মুখেও ছিল মাস্ক। ওয়াশিংটন, জাপান ও ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে চীনা প্রেসিডেন্টের এই সফরকে আঞ্চলিক নেতা হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে মনে করা হচ্ছে। কাজাখ সরকার জানিয়েছে, দুই দেশের নেতা জ্বালানি ও বাণিজ্য নিয়ে আলোচনা করবেন।