রুশ দখলমুক্ত শহরে জেলেনস্কি

author-image
Harmeet
New Update
রুশ দখলমুক্ত শহরে জেলেনস্কি

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করা ইজিউম শহর পরিদর্শন করেছেন। বুধবার তিনি বিধ্বস্ত শহরটি পরিদর্শন করেন। এসময় তিনি সেনাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। শহরটি মুক্ত করতে অবদানের জন্য তিনি তাদের ধন্যবাদ জানিয়েছেন। ইউক্রেনের পাল্টা আক্রমণের মুখে চলতি সপ্তাহে ইজিউম শহর ছেড়ে গেছে রুশ সেনারা। মাত্র কয়েক দিনে উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে বিশাল ভূখণ্ড পুনরুদ্ধার করেছে ইউক্রেনীয় সেনারা। রাশিয়ার দখলে থাকা অবস্থায় ইজিউম শহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আবাসিক ভবনগুলো আগুন ও কামানের গোলার আঘাতে কালো হয়েছে। একটি আবাসিক ভবন একেবারে ধ্বংস হয়ে গেছে।


জেলেনস্কি বলেন, "এখানকার দৃশ্যগুলো ভয়াবহ। কিন্তু আমার কাছে নয়। কারণ আমরা একই ধরনের চিত্র বুচাতে দেখেছি। শুরুর দিকে রাশিয়া যেসব এলাকা দখল করেছে সেগুলোতেও একই পরিস্থিতি ছিল। তারা ভবন ধ্বংস করেছে, মানুষ হত্যা করেছে।"